বিমান বাহিনীর ক্যাডেট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বিমান বাহিনীর ক্যাডেট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

কোর্সের নাম- ৮৮ BAFA

কোর্স শুরুর সম্ভাব্য তারিখ- ২৮ জুন ২০২৩

জিডি(পি) ক্যাডেট পদের শিক্ষাগত যোগ্যতার শর্তাবলী:

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে। পদার্থ বিজ্ঞান ও সাধারণ গণিতে ‘এ’ গ্রেড হতে হবে। ‘ও’ লেভেল হলে পদার্থ ও গণিত বিষয়সহ পাঁচটি বিষয়ে ‘বি’ গ্রেড থাকতে হবে। ‘এ’ লেভেল পরীক্ষায় পদার্থ বিজ্ঞান ও সাধারণ গণিতে ‘বি’ গ্রেড থাকতে হবে।

লজিস্টিক/এটিসি/এডিডব্লিউসি ক্যাডেট পদের শিক্ষাগত যোগ্যতার শর্তাবলী:

জিডি(পি) পদের সকল শর্তাবলী প্রযোজ্য।

ফিন্যান্স ক্যাডেট পদের শিক্ষাগত যোগ্যতার শর্তাবলী:

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগ হতে ন্যূনতম ৪.৫০ জিপিএ থাকতে হবে। সাধারণ গণিত এবং হিসাব বিজ্ঞানে ‘এ’ গ্রেড থাকতে হবে। ‘ও’ লেভেল হলে হিসাব বিজ্ঞান ও সাধারণ গণিত বিষয়সহ পাঁচটি বিষয়ে ‘বি’ গ্রেড থাকতে হবে। ‘এ’ লেভেল পরীক্ষায় হিসাব বিজ্ঞান ও সাধারণ গণিতে ‘বি’ গ্রেড থাকতে হবে।

অন্যান্য শর্তাবলী:

* জন্মসূত্রে বাংলাদেশি নাগরিকত্ব থাকতে হবে।

*বয়স- ১৬ বছর ৬ মাস হতে ২২ বছর পর্যন্ত। (২৮ জুন ২০২৩ তারিখ)

*বৈবাবিহ অবস্থা- অবিবাবিত/অবিবাহিতা

*উচ্চতা- পুরুষ প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে ৬৪ ইঞ্চি। বুকের মাপ ৩২ ইঞ্চি। প্রসারণ- ২ ইঞ্জি।

মহিলা প্রার্থীর ক্ষেত্রে- জিডি(পি) ৬৪ ইঞ্চি, অন্যান্য পদে ৬২ ইঞ্চি। বুকের মাপ- ২৮ ইঞ্চি,   প্রসারণ- ২ ইঞ্চি।

*ওজন- উচ্চতা এবং বয়স অনুযায়ী।

*দৃষ্টিশক্তি- ৬/৬

যারা অযোগ্য বলে বিবেচিত:

*সেনা/নৌ/বিমানবাহিনীসহ অন্যান্য সরকারী চাকুরি হতে বহিষ্কৃত/অপসারিত/স্বেচ্ছা অবসর নেয়া।

*আন্তঃবাহিনী নির্বাচনী বোর্ড বা আইএসএসবি থেকে দুই বার প্রত্যাখাত।

*নৈতিকস্খলন বা অন্য কোনো ফৌজদারী মামলায় সাজাপ্রাপ্ত হলে।

*সিএমবি মেডিকেল বোর্ড হতে প্রত্যাখাত।

*১৯ বছরের পূর্বে ল্যাসিক অপারেশন হলে।

নির্বাচন প্রক্রিয়া-

১. প্রাথমিক লিখিত পরীক্ষা

২. প্রাথমিক ডাক্তারী পরীক্ষা

৩. প্রাথমিক মৌখিক পরীক্ষা

৪. আইএসএসবি পরীক্ষা

৫. সিএমবি কর্তৃক চূড়ান্ত ডাক্তারী পরীক্ষা

৬. সিএফএসবি চূড়ান্ত পর্ষদ পরীক্ষা

 বিমান বাহিনী ক্যাডেট পদে আবেদন করার নিয়মাবলি

বাংলাদেশ বিমান বাহিনীর নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে আবেদন করতে হবে। ঠিকানা- joinairforce.baf.mil.bd আবেদন ফি ১০০০ (এক হাজার টাকা)।

আবেদন পত্র জমা দেয়ার নিয়মসমূহ

১. শিক্ষাগত যোগ্যতার সকল সনদ, নম্বর ও প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি।

২. নাগরিকত্ব ও চারিত্রিক সদনপত্র। চেয়ারম্যান/মেয়র/কাউন্সিলর এবং ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত হতে হবে। প্রদানকারীর মোবাইল নম্বর থাকতে হবে।

৩. সদ্য তোলা ১২ কপি পাসপোর্ট এবং ৪ কপি স্ট্যাম্প সাইজ ছবি (ল্যাবপ্রিন্ট)। কলার যুক্ত শার্ট পরিহিত ছবি হতে হবে।

৪. সর্বশেষ বা চলতি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশংসাপত্র।

৫. কোনো সরকারী/বেসরকারী প্রতিষ্ঠানে চাকররিত হলে প্রতিষ্ঠানের অনুমতিপত্র।

৬. জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন পত্রের সত্যায়িত ফটোকপি।

৭. খেলাধুলা বা অন্যান্য সদনপত্র থাকলে তার সত্যায়িত ফটোকপি।

*২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদন করতে পারবে।

*আবেদন করার শেষ সময়- ৯ এপ্রিল ২০২৩

সূত্র: বিমান বাহিনী নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট

You cannot copy content of this page