বাগধারা ও প্রবাদ প্রবচন- ১
১. অকর্মার ধাড়ি- খুবই অলস প্রকৃতির লোক, কাজ নষ্ট করায় পটু ব্যক্তি।
২. অকালকুষ্মাণ্ড- অকালে জন্মানো চাল কুমড়োর মতো অকাজের জিনিশ, অকেজো জিনিশ, নিজ পরিবারের অনিষ্টকারী ব্যক্তি।
৩. অকালকুসুম- অসময়ের ফুল, অসম্ভব প্রকৃতির জিনিশ।
৪. অকালপক্ক- যথাযথ সময়ের আগেই পেকে যাওয়া জিনিশ, ছেলে বয়েসেই বয়স্ক লোকের মতো আচরণ করা।
৪. অকালবোধন- অসময়ে শুরু করা কোনো কাজ।
৫. অকালের বাদলা- অসময়ের বিপদে পতিত হওয়া।
৬. অকূলে কূল পাওয়া- গুরুতর বিপদ হতে উদ্ধার হওয়া।
৭. অকূলে ডোবা- বিপদে পড়ে সর্বস্বান্ত হয়ে পড়া।
৮. অকূল পাথারে ভাসা- কঠিন বিপদে পতিত হওয়া।
৯. অক্কা পাওয়া- মারা যাওয়া।
১০. অক্ষয় বট- অত্যন্ত প্রাচীন ব্যক্তি।
১১. অক্ষরে অক্ষরে- যথাযথ ভাবে আদেশ পালন করা।
১২. আগড়ম বাগড়ম- অর্থহীন কথাবার্তা, প্রলাপ প্রকৃতির কথা।
১৩. অগতির গতি- নিরুপায় ব্যক্তির উপায় পাওয়া, বিপদগ্রস্ত ব্যক্তির উদ্ধার হওয়া।
১৪. অগস্ত্য-যাত্র- অন্তিম যাত্রা, শেষ যাত্রা ( পয়লা ভাদ্রে যাত্রা অগস্ত্যমুনি যাত্র করে আর ফিরে না আসায় এ যাত্রাকে নিষিদ্ধ যাত্রাও বলা হয়।)
১৫. অগাধ জলের মাছ- যার মনের মতিগতি টের পাওয়া যায় না, যাকে আপাতঃ সহজসরল মনে হলেও যার অভিসন্ধি বুঝা যায় না।
বাগধারা ও প্রবাদ প্রবচন
১৬. অগ্নিকান্ড- নিজঘরে অশান্তি সৃষ্টি করা।
১৭. অঙ্গুলি-হেলন- কোনো কিছুতে ইশারা বা ইঙ্গিত দিয়ে সামাধা করা।
১৮. অজগর-বৃত্তি- আলসেমি করা, অজগর সাপ খুব বড় সাইজের হওয়ার কারণে নড়তেচড়তে পারে না- ধারে কাছে যা পায় তাই দিয়ে আহার চালায়।
১৯. অজগর-ব্রত- অজগর সাপের মতো চেষ্টা না করে বসে থাকা।
২০. উজবুক- নিরেট বোকা প্রকৃতির লোক।
২১. অজমূর্খ- একদম মূর্খ প্রকৃতির লোক।
২২. অজাগলস্তন- বাজে জিনিশ, অকাজের জিনিশ, ছাগলের গলদেশে যে চামড়া ঝুলে তা দেখতে অনেকটা স্তনের মতো হলেও বাস্তবে তা কোনো কাজে লাগে না।
২৩. অজাযুদ্ধ- ছাগলের লড়াই, যে যুদ্ধে লড়াইয়ের চাইতে বেশি বাগাড়ম্বর হয়।
২৪. অঞ্চলের নিধি- একমাত্র সম্বল, একমাত্র অবলম্বন।
২৫. অঞ্চল-প্রভাব- স্ত্রীর প্রভাবে প্রভাবিত হওয়া।
২৬. অতিঘরন্তী- বিয়ের আগেই যে মেয়ে গৃহকর্মে চৌকস।
২৭. অতিভক্তি- ভক্তি করার ক্ষেত্রে বারাবারি করা। (মূলত শ্লেষার্থে)।
২৮. অথই পানি- ঠাঁই পাওয়া যায় না এমন পানি, মহাবিপদে পতিত হওয়া।
২৯. অথই জলে পড়া- যে বিপদ হতে উদ্ধার হওয়া দুর্সাধ্য ব্যাপার।
৩০ . অদন্তের হাসি- শিশুর হাসি, দাঁত গজায়নি এমন শিশুদের হাসি।